Livestock Insurance has Launched in Kurigram: Farmers will Receive Compensation if their Cow’s Die in an Accident | কুড়িগ্রামে বিমা প্রকল্পের উদ্বোধন, দুর্ঘটনায় গরু মারা গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষক
During the inauguration of a livestock insurance project in Kurigram, officials announced that farmers will receive compensation if their insured cows die in the accident. The project was officially launched last Tuesday at the Alor Bhuvan Hall at Kurigram Sadar Upazila Officers’ Club auditorium.
The project is being implemented under the management of Dotlines Social, with technical support from Carnival Assure, financial assistance from the Embassy of Switzerland, and supervision by Swisscontact.
In the inauguration, Mr. Syed Kamrul Arefin, CEO of Dotlines Social and Project Director, shared details of the initiative. He explained that the project has initially started in Rajarhat, Ulipur, and Sadar upazilas of Kurigram. Approximately 7,000 farmers in the district will be introduced to the benefits of livestock insurance through uthan boithok, and 1,800 farmers from these three upazilas will directly be covered under the insurance. Insured farmers will receive compensation within 10 to 15 days if their cows die or become disabled due to accidents.
Dr. Md. Habibur Rahman, District Livestock Officer of Kurigram, attended the ceremony as the Chief Guest. Dr. Most. Reba Begum, Ulipur Upazila Livestock Officer, joined as Special Guest. Mr. Nazim Reza, Investment Management and BMMDP Coordinator from Swisscontact, was also present, along with representatives from Dotlines Social and Carnival Assure.
This micro-insurance project will play a significant role in helping to address the challenges in raising livestock that are occurring due to global climate change and various regional issues,” said District Livestock Officer Dr. Md. Habibur Rahman. He also emphasized that by participating in this micro-insurance project, small and medium-sized farmers in the various river island areas of Kurigram will reduce the risk of losing their capital.
Dr. Most. Reba Begum, the Ulipur Upazila Livestock Officer, stated that this insurance project will help reduce financial losses for marginal farmers who raise livestock. However, she emphasized the need to raise awareness about the insurance among the general public and provide accurate information about the policies at the community level.
Afterward, the District Livestock Officer, Dr. Md. Habibur Rahman, officially inaugurated the project by releasing balloons.
কুড়িগ্রামে গরুর বিমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা জানিয়েছেন, বিমার অন্তর্ভুক্ত গরু দুর্ঘটনায় মারা গেলে কৃষক ক্ষতিপূরণ পাবেন। গত মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনের আলোর ভুবন হলরুমে এ প্রকল্পের শুভ উদ্বোধন হয়।
কার্নিভ্যাল অ্যাসিউরের তত্ত্বাবধানে, সুইসকন্টাক্ট-এর সার্বিক সহযোগিতায় এবং সুইস দূতাবাসের অর্থায়নে গরুর বিমাবিষয়ক প্রকল্পটি ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল আরেফিন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই বিমা প্রকল্প প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর এবং সদর উপজেলায় শুরু করা হয়েছে। প্রকল্পের আওতায় জেলার সাত হাজার কৃষক উঠান বৈঠকের মাধ্যমে গরু-মহিষের বিমার সুবিধা সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিকভাবে ৩ উপজেলার ১ হাজার ৮০০ খামারি সরাসরি বিমা সুবিধার আওতায় আসবেন। যাঁরা বিমা সুবিধার আওতায় আসবেন, সেই কৃষকদের গরু দুর্ঘটনায় মারা গেলে বা অক্ষম হলে ১০–১৫ দিনের মধ্যে তাঁরা ক্ষতিপূরণ পাবেন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোছা. রেবা বেগম। দাতা সংস্থা সুইস কন্ট্যাক্টের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিএমএমডিপি কো-অর্ডিনেটর নাজিম রেজা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যাল এবং কার্নিভ্যাল অ্যাসিউর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন এবং এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে গবাদিপশুর লালনপালনে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো মোকাবিলায় এই মাইক্রো ইনস্যুরেন্স প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা এই মাইক্রো ইনস্যুরেন্স প্রকল্প গ্রহণ করলে তাঁদের মূলধন হারানোর ভয় কমে যাবে।
উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোছা. রেবা বেগম বলেন, এই বিমা প্রকল্প গবাদিপশু লালনপালনকারী প্রান্তিক কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে। তবে বিমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বিমার পলিসি বিষয়ে কমিউনিটি পর্যায়ে সঠিক ধারণা দেওয়ার দাবি জানান তিনি।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বেলুন উড়িয়ে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কুড়িগ্রামে বিমা প্রকল্পের উদ্বোধন, দুর্ঘটনায় গরু-মহিষ মারা গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষক | প্রথম আলো
From the Char to the Online Marketplace | চর থেকে অনলাইন বাজারে
I live in a remote char area in the Nageshwari Upazila of the Kurigram district. One day, I noticed my school friend running an online business, which inspired me to start one myself. I decided to purchase a three-piece dress from her, along with a 10GB data pack, to start my own online business. Through her, I learned about a training program by Dotlines Social Enterprise that focused on e-commerce and digital literacy. Then I also took training. During the training, I gained essential skills, including how to take product photos, increase post reach on Facebook, and communicate effectively with customers to keep them engaged. This helped me understand what people want to buy.
One day, I told my mom, “Ma, I want to sell your handmade dried fish online.” She laughed it off. “Who would buy this?” she asked. I replied, “I know what people are looking for. You just need to make it.”
I posted about it online, and to my surprise, I sold several kilograms. Now, people from outside Kurigram and even from other districts buy from me. Some people in my area still question my choice, asking, “Why leave a job to do something like this?” I responded, “I want to create job opportunities for others as well!” My goal is to help more people become entrepreneurs and self-sufficient, just like I did.”
#business #entrepreneur #training #dotlinessocial #ecommerce #digitalliteracy
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চর এলাকায় আমার বাড়ি। আমার স্কুলের বন্ধুকে দেখসি অনলাইনে ব্যবসা করতে। ওর কাছ থেইকা থ্রিপিস নিয়া ১০ জিবি এমবি কিনা অনলাইনে ব্যবসা শুরু করসি। বন্ধুর কাছেই পত্থম এক ট্রেইনিং এর ব্যাপারে শুনি। । ডটলাইন্স সোশ্যাল এন্টারপ্রাইজ ই-কমার্স আর ডিজিটাল লিটারেসির ওপরে কয়েকদিন নাকি ক্লাস করাইবো। তারপর সেইখান থেইকা আমিও ট্রেইনিং নিলাম। এইখান থেইকা আমি মেলা কিছু শিখসি, কীবা কইরা প্রোডাক্টের ছবি তুলমু, ফেসবুকে কীভাবে পোস্টের রীচ বাড়াইতে হয়, কাস্টমারের সাতে কীবা কইরা কথা কইয়া তাগো ধইরা রাখতে হয় এরম অনেক পরামর্শ পাইসি। ট্রেইনিং কইরা আরও বুদ্ধি আইলো অনেক ব্যবসার ওপরেই মাইনষের চাহিদা।
একদিন মা রে কইলাম “মা তুমি যে হাতে সেমাই বানাও আমি অইডা অনলাইনে বেচমু”,মা হাইসা উড়ায়ে দিলো, “কি কস তুই এইগুলা, এগ্লা মাইনষে কিনব!” আমি কইলাম “মা আমি এ কয়দিনে বুইজা গেসি মাইনষে কি কিনব, তুমি খালি বানায়া দাও।”
অইদিন আমি অনলাইনে পোস্ট দিলাম, কয়েক কেজি বেছি অইলো! অহন কুড়িগ্রাম ছাড়াও অন্য সবডি জেলার মাইনষে আমার থেইকা জিনিস কেনে। এলাকার অনেকে এখনো কয় “চাকরি করা বাদ দিয়া এগুলান কইরা লাভ কী!” আমি কইসি, “আমি এমন কিছু করমু যেন ওগো চাকরির সুযোগ হয়! আমি চাই আমার মতো অনেক মানুষ উদ্যোক্তা হইয়া স্বাবলম্বী হোক।”
Ayesha’s Digital Journey of Empowerment |আয়েশার আত্মশক্তির ডিজিটাল যাত্রা
Ayesha lives with her seven-member family in a small rented home in Baro Deora, Gazipur. Each month brings financial challenges, as her husband’s salary covers only basic expenses. Ayesha wishes she could contribute to ease this burden.
She once tried. Two years ago, Ayesha took a job at a garment factory in Gazipur. The income helped, but managing household responsibilities was not easy. With elderly in-laws and three children to care for, balancing both home and work became impossible. The long hours and tough environment of the garments sector were also too difficult for her, so she eventually quit.
Ayesha often envisioned a better life for her family, free from debt and financial uncertainty. She wondered what steps she could take to achieve this.
One day, Ayesha observed her neighbor, Samina Apa, managing online deliveries of handmade products to support her family. Samina’s confidence inspired Ayesha to consider new possibilities.
Ayesha discussed her aspirations with Samina, who provided guidance on online business opportunities and necessary skills. Having completed a baking and pastry workshop, Ayesha decided to pursue self-reliance through her cooking abilities, though she remained uncertain about the online business landscape.
Then one day, Samina Apa told her about a local workshop on ICT and e-commerce, designed especially for former garment workers. Encouraged, Ayesha joined. There she learned about e-commerce and digital marketing, and meeting others like her gave her confidence.
After the training, Ayesha opened a Facebook page called “Khana Biponi.” Step by step, she began receiving daily orders—at first from nearby areas of Tongi. She cooked, delivered the food herself, and gradually earned customer trust. Now her family lives more comfortably, and her dream of a bigger home and a better life no longer feels far away.
Today, Ayesha is happy with her business, but she dreams of expanding further. She wants to learn more about digital marketing and set up a proper business space. Most importantly, she enjoys her work—it gives her independence, confidence, and a strong identity. She now shares the responsibility of running the household with her husband.
Ayesha knows her three children are watching her and will learn to become independent by following her example. One day, they will go even further.
At Dotline Social Enterprise (DSE), we are proud to witness a small part of Ayesha’s journey. We believe that every talented, curious, and determined woman like Ayesha should never give up. They should become self-reliant, learn to rise without barriers, and move forward with their own strength.
গাজীপুরের বড় দেওড়া এলাকার ছোট্ট ভাড়া বাসায় আয়েশার সংসার। ৭ জনের সংসারে গাদাগাদি করে থাকা। সাথে দৈনন্দিন টানাপোড়েন। মাস শেষের আগেই বাজারের টাকা শেষ হয়ে যায়। প্রতিমাসে ধারদেনার দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ে না। স্বামী ছোট একটা কোম্পানিতে চাকরি করে। যা বেতন পায়, পুরোটাই সংসারের পিছনে খরচ করে। স্বামীর জন্য খুব মায়া হয় আয়েশার। কিছু একটা করে যদি তাকে সাপোর্ট দিতে পারতো! চেষ্টা যে সে করেনি তাও নয়। দু বছর আগেই, গাজীপুরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলো। সামান্য আয় হতো ঠিকই, কিন্তু ঘরেও তো কাজ কম নয়। বয়ষ্ক শ্বশুর শ্বাশুড়ি, ৩ ছেলেমেয়ে এদের কি হবে? কে দেখে রাখবে? এতসব ভেবে চাকরিটা আয়েশা ছেড়ে দিয়েছে। তাছাড়া গার্মেন্টসের পরিবেশ, হাড়ভাঙা খাটুনি- এসব কিছুর সাথে খাপ খাওয়ানো সহজ ছিল না আয়েশার জন্য।
বাড়ির ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকায় আয়েশা। আরেকটু বড় বাসা, সবার জন্য একটু ভালো বাজার সদাই, ধারদেনার চিন্তা ছাড়াই মাসটা পার করা, এমন কি কিছুতেই সম্ভব নয়? ওর কি কিছুই করার নেই?
হঠাৎ আয়েশা জানালা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির সামিনা আপাকে। হন্তদন্ত করে ছুটছে ডেলিভারির ব্যাগ নিয়ে। সামিনা আপা হাতের কাজের নানান জিনিস বানায়। কীভাবে যেন এসব অনলাইনে বিক্রি করে ভালোই আয়-রোজগার করছে। আপা যখন হাটে কি আত্মবিশ্বাসী লাগে ওনাকে! নিজের রোজগারের টাকায় পুরো পরিবারকে দেখে রাখছে।
আয়েশা ভাবে, আপার মতো সেও যদি কিছু করতে পারতো! বিয়ের পর পড়াশোনা করার ইচ্ছা থাকলেও আর্থিক অনটনে সেটা আর হয়ে ওঠেনি। এরপর ৭ বছর তার ঘর, সংসার, বাচ্চা সামলে উঠতে চলে গেলো। এবার নিজেই কিছু একটা করতে চায় আয়েশা। তাই নানা প্রশ্ন নিয়ে আপার কাছে যায়, কথা বলে। অনলাইনে কীভাবে ব্যবসা করতে হয়, ব্যবসা শুরুর আগে কী কী দক্ষতা দরকার বা কোন ধরনের ব্যবসা করা যায় এমন অনেক বিষয়ে আপা পরামর্শ দেন। স্বামী ও বাচ্চারা খেতে ভালোবাসে বলে, গতবছরই আয়েশা একটা বেকারী এবং পেস্ট্রির ওয়ার্কশপ করেছিল । আয়েশা সিদ্ধান্ত নেয়, নিজের রান্নার দক্ষতাকেই সে স্বাবলম্বী হতে কাজে লাগাবে। কিন্তু এখনো অনলাইন ব্যবসা নিয়ে আয়েশার বোঝপড়া কম। তাই শুরু করতেও ভয় হয়।
এরই মাঝে একদিন সামিনা আপা আয়েশার বাড়িতে হাজির। আপা জানালেন, প্রাক্তন গার্মেন্টস কর্মীদের জন্য নাকি এলাকাতেই আইসিটি ও ই-কমার্স বিষয়ক একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে। আপার পরামর্শে আয়েশা এই ওয়ার্কশপে অংশ নেয়। ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ওর ধারণাটা স্পষ্ট হতে থাকে। ওর মত আরো অনেককে দেখে আয়েশা ওয়ার্কশপে। ওদের দেখে সে সাহস পায়। সেখান থেকেই শুরু হয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পথ চলা। কর্মশালা শেষ করে আয়েশা একটা পেইজ খোলে, নাম দেয় খানা বিপনি। … গুটি গুটি পায়ে ছোট্ট পেইজ থেকেই তার প্রতিদিন অর্ডার আসা শুরু হয়। অল্প সময়ে ভালো সাড়া পায় আয়েশা আর ক্রেতারা টঙ্গীর বড় দেওড়া এলাকার-ই। রান্না করে নিজেই ডেলিভারি দিয়ে আসে। যা আয় হয়, তা দিয়ে সংসারটা এখন বেশ স্বচ্ছল। আরেকটু বড় বাসা, আরেকটু ভালোভাবে বাঁচার স্বপ্নটা এখন আর খুব দূরের মনে হয়না ওর।
ব্যবসা নিয়েও আয়েশা এখন বেশ খুশি , তবে সে চায় ভবিষ্যতে ব্যবসাটা আরো বড় করতে। এজন্য ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আরো জানার ইচ্ছা আছে আয়েশার। সাথে একটা সুন্দর সেট-আপ। তাছাড়া ব্যবসার কাজে ব্যস্ত থাকতে ভীষণ ভালো লাগে আয়েশার। এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব পরিপূর্ণ মনে হয়, যার আলাদা একটা পরিচয় আছে। স্বামীর সাথে সংসারের ভার ভাগ করে নেয়ার মত অবলম্বন আছে। আয়েশা জানে, তার ৩টি ছেলেমেয়ে তাকে দেখেই শিখবে স্বাবলম্বী হতে। ওরা ছাড়িয়ে যাবে মাকেও।
আয়েশার জীবনের একটি ছোট্ট অংশের সাক্ষী হতে পেরে আমরা Dotline Social Enterprise (DSE) গর্বিত। আমরা চাই প্রতিটি প্রতিভাবান, মেধাবী, উৎসুক আয়েশা যেন দমে না যায়। তারা স্বাবলম্বী হোক, বাধাহীনভাবে উড়তে শিখুক, এগিয়ে যাক আপন কর্মশক্তিতে।