During the inauguration of a livestock insurance project in Kurigram, officials announced that farmers will receive compensation if their insured cows die in the accident. The project was officially launched last Tuesday at the Alor Bhuvan Hall at Kurigram Sadar Upazila Officers’ Club auditorium.
The project is being implemented under the management of Dotlines Social, with technical support from Carnival Assure, financial assistance from the Embassy of Switzerland, and supervision by Swisscontact.
In the inauguration, Mr. Syed Kamrul Arefin, CEO of Dotlines Social and Project Director, shared details of the initiative. He explained that the project has initially started in Rajarhat, Ulipur, and Sadar upazilas of Kurigram. Approximately 7,000 farmers in the district will be introduced to the benefits of livestock insurance through uthan boithok, and 1,800 farmers from these three upazilas will directly be covered under the insurance. Insured farmers will receive compensation within 10 to 15 days if their cows die or become disabled due to accidents.
Dr. Md. Habibur Rahman, District Livestock Officer of Kurigram, attended the ceremony as the Chief Guest. Dr. Most. Reba Begum, Ulipur Upazila Livestock Officer, joined as Special Guest. Mr. Nazim Reza, Investment Management and BMMDP Coordinator from Swisscontact, was also present, along with representatives from Dotlines Social and Carnival Assure.
This micro-insurance project will play a significant role in helping to address the challenges in raising livestock that are occurring due to global climate change and various regional issues,” said District Livestock Officer Dr. Md. Habibur Rahman. He also emphasized that by participating in this micro-insurance project, small and medium-sized farmers in the various river island areas of Kurigram will reduce the risk of losing their capital.
Dr. Most. Reba Begum, the Ulipur Upazila Livestock Officer, stated that this insurance project will help reduce financial losses for marginal farmers who raise livestock. However, she emphasized the need to raise awareness about the insurance among the general public and provide accurate information about the policies at the community level.
Afterward, the District Livestock Officer, Dr. Md. Habibur Rahman, officially inaugurated the project by releasing balloons.
কুড়িগ্রামে গরুর বিমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা জানিয়েছেন, বিমার অন্তর্ভুক্ত গরু দুর্ঘটনায় মারা গেলে কৃষক ক্ষতিপূরণ পাবেন। গত মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনের আলোর ভুবন হলরুমে এ প্রকল্পের শুভ উদ্বোধন হয়।
কার্নিভ্যাল অ্যাসিউরের তত্ত্বাবধানে, সুইসকন্টাক্ট-এর সার্বিক সহযোগিতায় এবং সুইস দূতাবাসের অর্থায়নে গরুর বিমাবিষয়ক প্রকল্পটি ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল আরেফিন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই বিমা প্রকল্প প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর এবং সদর উপজেলায় শুরু করা হয়েছে। প্রকল্পের আওতায় জেলার সাত হাজার কৃষক উঠান বৈঠকের মাধ্যমে গরু-মহিষের বিমার সুবিধা সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিকভাবে ৩ উপজেলার ১ হাজার ৮০০ খামারি সরাসরি বিমা সুবিধার আওতায় আসবেন। যাঁরা বিমা সুবিধার আওতায় আসবেন, সেই কৃষকদের গরু দুর্ঘটনায় মারা গেলে বা অক্ষম হলে ১০–১৫ দিনের মধ্যে তাঁরা ক্ষতিপূরণ পাবেন।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোছা. রেবা বেগম। দাতা সংস্থা সুইস কন্ট্যাক্টের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিএমএমডিপি কো-অর্ডিনেটর নাজিম রেজা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যাল এবং কার্নিভ্যাল অ্যাসিউর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন এবং এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে গবাদিপশুর লালনপালনে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো মোকাবিলায় এই মাইক্রো ইনস্যুরেন্স প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা এই মাইক্রো ইনস্যুরেন্স প্রকল্প গ্রহণ করলে তাঁদের মূলধন হারানোর ভয় কমে যাবে।
উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোছা. রেবা বেগম বলেন, এই বিমা প্রকল্প গবাদিপশু লালনপালনকারী প্রান্তিক কৃষকদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে। তবে বিমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বিমার পলিসি বিষয়ে কমিউনিটি পর্যায়ে সঠিক ধারণা দেওয়ার দাবি জানান তিনি।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বেলুন উড়িয়ে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কুড়িগ্রামে বিমা প্রকল্পের উদ্বোধন, দুর্ঘটনায় গরু-মহিষ মারা গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষক | প্রথম আলো