Ayesha lives with her seven-member family in a small rented home in Baro Deora, Gazipur. Each month brings financial challenges, as her husband’s salary covers only basic expenses. Ayesha wishes she could contribute to ease this burden.
She once tried. Two years ago, Ayesha took a job at a garment factory in Gazipur. The income helped, but managing household responsibilities was not easy. With elderly in-laws and three children to care for, balancing both home and work became impossible. The long hours and tough environment of the garments sector were also too difficult for her, so she eventually quit.
Ayesha often envisioned a better life for her family, free from debt and financial uncertainty. She wondered what steps she could take to achieve this.
One day, Ayesha observed her neighbor, Samina Apa, managing online deliveries of handmade products to support her family. Samina’s confidence inspired Ayesha to consider new possibilities.
Ayesha discussed her aspirations with Samina, who provided guidance on online business opportunities and necessary skills. Having completed a baking and pastry workshop, Ayesha decided to pursue self-reliance through her cooking abilities, though she remained uncertain about the online business landscape.
Then one day, Samina Apa told her about a local workshop on ICT and e-commerce, designed especially for former garment workers. Encouraged, Ayesha joined. There she learned about e-commerce and digital marketing, and meeting others like her gave her confidence.
After the training, Ayesha opened a Facebook page called “Khana Biponi.” Step by step, she began receiving daily orders—at first from nearby areas of Tongi. She cooked, delivered the food herself, and gradually earned customer trust. Now her family lives more comfortably, and her dream of a bigger home and a better life no longer feels far away.
Today, Ayesha is happy with her business, but she dreams of expanding further. She wants to learn more about digital marketing and set up a proper business space. Most importantly, she enjoys her work—it gives her independence, confidence, and a strong identity. She now shares the responsibility of running the household with her husband.
Ayesha knows her three children are watching her and will learn to become independent by following her example. One day, they will go even further.
At Dotline Social Enterprise (DSE), we are proud to witness a small part of Ayesha’s journey. We believe that every talented, curious, and determined woman like Ayesha should never give up. They should become self-reliant, learn to rise without barriers, and move forward with their own strength.
গাজীপুরের বড় দেওড়া এলাকার ছোট্ট ভাড়া বাসায় আয়েশার সংসার। ৭ জনের সংসারে গাদাগাদি করে থাকা। সাথে দৈনন্দিন টানাপোড়েন। মাস শেষের আগেই বাজারের টাকা শেষ হয়ে যায়। প্রতিমাসে ধারদেনার দুশ্চিন্তা কিছুতেই পিছু ছাড়ে না। স্বামী ছোট একটা কোম্পানিতে চাকরি করে। যা বেতন পায়, পুরোটাই সংসারের পিছনে খরচ করে। স্বামীর জন্য খুব মায়া হয় আয়েশার। কিছু একটা করে যদি তাকে সাপোর্ট দিতে পারতো! চেষ্টা যে সে করেনি তাও নয়। দু বছর আগেই, গাজীপুরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলো। সামান্য আয় হতো ঠিকই, কিন্তু ঘরেও তো কাজ কম নয়। বয়ষ্ক শ্বশুর শ্বাশুড়ি, ৩ ছেলেমেয়ে এদের কি হবে? কে দেখে রাখবে? এতসব ভেবে চাকরিটা আয়েশা ছেড়ে দিয়েছে। তাছাড়া গার্মেন্টসের পরিবেশ, হাড়ভাঙা খাটুনি- এসব কিছুর সাথে খাপ খাওয়ানো সহজ ছিল না আয়েশার জন্য।
বাড়ির ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকায় আয়েশা। আরেকটু বড় বাসা, সবার জন্য একটু ভালো বাজার সদাই, ধারদেনার চিন্তা ছাড়াই মাসটা পার করা, এমন কি কিছুতেই সম্ভব নয়? ওর কি কিছুই করার নেই?
হঠাৎ আয়েশা জানালা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির সামিনা আপাকে। হন্তদন্ত করে ছুটছে ডেলিভারির ব্যাগ নিয়ে। সামিনা আপা হাতের কাজের নানান জিনিস বানায়। কীভাবে যেন এসব অনলাইনে বিক্রি করে ভালোই আয়-রোজগার করছে। আপা যখন হাটে কি আত্মবিশ্বাসী লাগে ওনাকে! নিজের রোজগারের টাকায় পুরো পরিবারকে দেখে রাখছে।
আয়েশা ভাবে, আপার মতো সেও যদি কিছু করতে পারতো! বিয়ের পর পড়াশোনা করার ইচ্ছা থাকলেও আর্থিক অনটনে সেটা আর হয়ে ওঠেনি। এরপর ৭ বছর তার ঘর, সংসার, বাচ্চা সামলে উঠতে চলে গেলো। এবার নিজেই কিছু একটা করতে চায় আয়েশা। তাই নানা প্রশ্ন নিয়ে আপার কাছে যায়, কথা বলে। অনলাইনে কীভাবে ব্যবসা করতে হয়, ব্যবসা শুরুর আগে কী কী দক্ষতা দরকার বা কোন ধরনের ব্যবসা করা যায় এমন অনেক বিষয়ে আপা পরামর্শ দেন। স্বামী ও বাচ্চারা খেতে ভালোবাসে বলে, গতবছরই আয়েশা একটা বেকারী এবং পেস্ট্রির ওয়ার্কশপ করেছিল । আয়েশা সিদ্ধান্ত নেয়, নিজের রান্নার দক্ষতাকেই সে স্বাবলম্বী হতে কাজে লাগাবে। কিন্তু এখনো অনলাইন ব্যবসা নিয়ে আয়েশার বোঝপড়া কম। তাই শুরু করতেও ভয় হয়।
এরই মাঝে একদিন সামিনা আপা আয়েশার বাড়িতে হাজির। আপা জানালেন, প্রাক্তন গার্মেন্টস কর্মীদের জন্য নাকি এলাকাতেই আইসিটি ও ই-কমার্স বিষয়ক একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে। আপার পরামর্শে আয়েশা এই ওয়ার্কশপে অংশ নেয়। ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ওর ধারণাটা স্পষ্ট হতে থাকে। ওর মত আরো অনেককে দেখে আয়েশা ওয়ার্কশপে। ওদের দেখে সে সাহস পায়। সেখান থেকেই শুরু হয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পথ চলা। কর্মশালা শেষ করে আয়েশা একটা পেইজ খোলে, নাম দেয় খানা বিপনি। … গুটি গুটি পায়ে ছোট্ট পেইজ থেকেই তার প্রতিদিন অর্ডার আসা শুরু হয়। অল্প সময়ে ভালো সাড়া পায় আয়েশা আর ক্রেতারা টঙ্গীর বড় দেওড়া এলাকার-ই। রান্না করে নিজেই ডেলিভারি দিয়ে আসে। যা আয় হয়, তা দিয়ে সংসারটা এখন বেশ স্বচ্ছল। আরেকটু বড় বাসা, আরেকটু ভালোভাবে বাঁচার স্বপ্নটা এখন আর খুব দূরের মনে হয়না ওর।
ব্যবসা নিয়েও আয়েশা এখন বেশ খুশি , তবে সে চায় ভবিষ্যতে ব্যবসাটা আরো বড় করতে। এজন্য ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে আরো জানার ইচ্ছা আছে আয়েশার। সাথে একটা সুন্দর সেট-আপ। তাছাড়া ব্যবসার কাজে ব্যস্ত থাকতে ভীষণ ভালো লাগে আয়েশার। এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে খুব পরিপূর্ণ মনে হয়, যার আলাদা একটা পরিচয় আছে। স্বামীর সাথে সংসারের ভার ভাগ করে নেয়ার মত অবলম্বন আছে। আয়েশা জানে, তার ৩টি ছেলেমেয়ে তাকে দেখেই শিখবে স্বাবলম্বী হতে। ওরা ছাড়িয়ে যাবে মাকেও।
আয়েশার জীবনের একটি ছোট্ট অংশের সাক্ষী হতে পেরে আমরা Dotline Social Enterprise (DSE) গর্বিত। আমরা চাই প্রতিটি প্রতিভাবান, মেধাবী, উৎসুক আয়েশা যেন দমে না যায়। তারা স্বাবলম্বী হোক, বাধাহীনভাবে উড়তে শিখুক, এগিয়ে যাক আপন কর্মশক্তিতে।